কোনোদিন কথা হয়নি

 

লাল কাঁকড়ার পদচিহ্ন খুঁজে খুঁজে হাঁটি পথ
বালিচরে নগ্ন পা, ক্লান্ত চোখ
শাদা গাঙচিল বন্ধু হতে চায়, গান শোনায়
ফিশিংবোট থেকেও কেউ কেউ উঁকি দেয় 
ঝাউবন বিশ্রামে শীতলতায় ডেকে ডেকে শোনায় গান
কেন যে লজ্জায় লালে লাল, লজ্জাবতী কাঁকড়া
শুধু গর্তে লুকায়

জানো, কোনোদিন কথা হয়নি তাদের সনে


নৈসর্গ, পাহাড় ও নদীর কবি
কবি ও কথাসাহিত্যিক আফিফ জাহাঙ্গীর আলির জন্মদিন পহেলা জানুয়ারি। ১৯৭৮
বিস্তারিত
এলোমেলো
মনে করো কেউ তোমাকে ডাকেনি,  অথচ তুমি শুনতে পাচ্ছো অতল
বিস্তারিত
বুড়ি চাঁদ
সুগন্ধি রোমাল হাতে         তুমি মেপে গেলে ষাঁড়ের
বিস্তারিত
প্রেমিক হতে পারি না আজকাল
প্রেমিকার উষ্ণ চুম্বনে কৃষ্ণগৌড় ঠোঁটে  ভেসে ওঠে শোষিত মানুষের রক্তের দাগ! 
বিস্তারিত
এ মাটি
এ মাটি আমাকে দিয়েছে জীবনের যতো গান, বাতাসে রৌদ্রের ঝিলিমিলি প্রজাপতি
বিস্তারিত
নোনাজলের ঢেউ
যাবতীয় আয়োজন শেষে কত ভেঙেছি  এ নদীতে নোনাজলের মিছিলের ঢেউ  শব্দবাণে
বিস্তারিত