প্রেমিকার উষ্ণ চুম্বনে কৃষ্ণগৌড় ঠোঁটে
ভেসে ওঠে শোষিত মানুষের রক্তের দাগ!
তাই আমি প্রেমিক হতে পারি না আজকাল
তীক্ষè বর্শার ফলার মতো লোভাতুর চোখে
কাঠকাটা কুড়াল বসিয়ে দেয় মসনদ লোভী...
প্রিয়সীর তালপাকা বুক-কে মনে হয় গ্রেনেড।
মুষ্টিবদ্ধ করে ছুড়ে মারি করপোরেট বাজারে
তাই আমি প্রেমিক হতে পারি না আজকাল
মেহেদি রাঙা হাত দেখে মনে হয় রক্তাক্ত মানচিত্র!
রেশমি চুড়ির টুংটাং আওয়াজ শাসকের হুংকার।
তাই আমি প্রেমিক হতে পারি না আজকাল
কপালে সূর্যের মতো করে ঝলঝল করে জ্বলা
টিপকে মনে হয় সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার চিহ্ন
গভীর রাতের কামনার আহ্বান রাজতন্ত্রের পাপ
তাই আমি প্রেমিক হতে পারি না আজকাল
দক্ষিণা বাতাসে উড়িয়ে দেওয়া এলোমেলো চুলে
ভেসে আসে দায়িত্ব জ্ঞানহীন উন্মাদের কণ্ঠস্বর।
তাই আমি প্রেমিক হতে পারি না আজকাল
সর্বোপরি আলতারাঙা পায়ে দেখি রক্তাক্ত রাজপথ।
তাই আমি প্রেমিক হতে পারি না আজকাল