এলোমেলো

মনে করো কেউ তোমাকে ডাকেনি, 
অথচ তুমি শুনতে পাচ্ছো অতল গান, প্রিয় কথামালা
মনে করো একদিন কোথাও হারাওনি, 
হারিয়েছে কেউ একজন, খুব গোপনেÑ একাকী।

মনে করো, তীব্র রোদÑশুয়ে আছো
আর ঝিরঝির বৃষ্টিতে ভিজে যাচ্ছে শরীর
ভরদুপুর জলে ভাসছে চাঁদ, 
তুমি ডুবে আছো আকণ্ঠ, জ্যোৎস্নায়... 

মনে করো, তুমি ঠিক তুমি নওÑ রবীন্দ্রনাথ, 
কবিতা লিখছো পৃষ্ঠার পর পৃষ্ঠা, 
অথচ একদিন হয়ে উঠছো তরুণ পিকাসো, 
কবিতা সব ছবি...ছবিরা সব পাখি, উড়ছে...

মনে করো তুমি সূচিত্রা সেন সাদাকালো, 
উত্তমকুমার কেউ নেই... 
আমি ক্রমশ নায়ক, পৃথিবী ভাসছে... 
মনে করো... মনে করো।


নৈসর্গ, পাহাড় ও নদীর কবি
কবি ও কথাসাহিত্যিক আফিফ জাহাঙ্গীর আলির জন্মদিন পহেলা জানুয়ারি। ১৯৭৮
বিস্তারিত
বুড়ি চাঁদ
সুগন্ধি রোমাল হাতে         তুমি মেপে গেলে ষাঁড়ের
বিস্তারিত
প্রেমিক হতে পারি না আজকাল
প্রেমিকার উষ্ণ চুম্বনে কৃষ্ণগৌড় ঠোঁটে  ভেসে ওঠে শোষিত মানুষের রক্তের দাগ! 
বিস্তারিত
এ মাটি
এ মাটি আমাকে দিয়েছে জীবনের যতো গান, বাতাসে রৌদ্রের ঝিলিমিলি প্রজাপতি
বিস্তারিত
নোনাজলের ঢেউ
যাবতীয় আয়োজন শেষে কত ভেঙেছি  এ নদীতে নোনাজলের মিছিলের ঢেউ  শব্দবাণে
বিস্তারিত
পরমানন্দ মূল : জন ডান
শয্যার পরে রাখলে বালিশ দেখায় যেমন মাটির ঢিবি তেমনি একটি
বিস্তারিত