মনে করো কেউ তোমাকে ডাকেনি,
অথচ তুমি শুনতে পাচ্ছো অতল গান, প্রিয় কথামালা
মনে করো একদিন কোথাও হারাওনি,
হারিয়েছে কেউ একজন, খুব গোপনেÑ একাকী।
মনে করো, তীব্র রোদÑশুয়ে আছো
আর ঝিরঝির বৃষ্টিতে ভিজে যাচ্ছে শরীর
ভরদুপুর জলে ভাসছে চাঁদ,
তুমি ডুবে আছো আকণ্ঠ, জ্যোৎস্নায়...
মনে করো, তুমি ঠিক তুমি নওÑ রবীন্দ্রনাথ,
কবিতা লিখছো পৃষ্ঠার পর পৃষ্ঠা,
অথচ একদিন হয়ে উঠছো তরুণ পিকাসো,
কবিতা সব ছবি...ছবিরা সব পাখি, উড়ছে...
মনে করো তুমি সূচিত্রা সেন সাদাকালো,
উত্তমকুমার কেউ নেই...
আমি ক্রমশ নায়ক, পৃথিবী ভাসছে...
মনে করো... মনে করো।