নোনাজলের ঢেউ

যাবতীয় আয়োজন শেষে কত ভেঙেছি 

এ নদীতে নোনাজলের মিছিলের ঢেউ 
শব্দবাণে স্বপ্নবোনা মানবিক হয়েছিলাম
কল্লোলিত জল আর আগুনের বিপরীতে 
লুণ্ঠিত এ জলের ফোয়ারায় 
নাইলন দু’চোখে ভেসে ওঠে অনুবাদ 
দু’কূলে তার ভাওয়াইয়া আর ভাটিয়ালি তাল
সম্ভাবনার রংবাহারি সূর্যরঙা ফুল

এ নদীর নোনতা জলে পলি মাটির প্রণয়ী ঘ্রাণ 
শস্যর আরাধনায় রুপালি হাওয়ায় বেজে উঠে 
নিগূঢ় ঘণ্টাধ্বনি;
রচে গেছি বর্ষামঙ্গল দিনে নিজ মুদ্রা সমতলে
নৈঃশব্দ্যে হাসে জ্যোৎস্নাগলা কুমারি নক্ষত্ররা
ও নদী চলো দূরে বহুদূরেÑ
দূরত্বের সীমারেখায় নোনাজল তীর্থে।


নৈসর্গ, পাহাড় ও নদীর কবি
কবি ও কথাসাহিত্যিক আফিফ জাহাঙ্গীর আলির জন্মদিন পহেলা জানুয়ারি। ১৯৭৮
বিস্তারিত
এলোমেলো
মনে করো কেউ তোমাকে ডাকেনি,  অথচ তুমি শুনতে পাচ্ছো অতল
বিস্তারিত
বুড়ি চাঁদ
সুগন্ধি রোমাল হাতে         তুমি মেপে গেলে ষাঁড়ের
বিস্তারিত
প্রেমিক হতে পারি না আজকাল
প্রেমিকার উষ্ণ চুম্বনে কৃষ্ণগৌড় ঠোঁটে  ভেসে ওঠে শোষিত মানুষের রক্তের দাগ! 
বিস্তারিত
এ মাটি
এ মাটি আমাকে দিয়েছে জীবনের যতো গান, বাতাসে রৌদ্রের ঝিলিমিলি প্রজাপতি
বিস্তারিত
পরমানন্দ মূল : জন ডান
শয্যার পরে রাখলে বালিশ দেখায় যেমন মাটির ঢিবি তেমনি একটি
বিস্তারিত