এ মাটি আমাকে দিয়েছে জীবনের যতো গান,
বাতাসে রৌদ্রের ঝিলিমিলি প্রজাপতি হয়ে
ফুটন্ত গোলাপের চোখে কতকিছু দেখলাম;
তোমার শরীর-মন, যা কিছু যৌবন সময়ের
দোলনায় কতো ঋতুর পরিক্রমণ।
এ মাটির কাছে এসে হাতে হাত রেখে বললামÑ
টেকনাফ থেকে তেঁতুলিয়া, পদ্মা-মেঘনার চরে
আমার শরীর মিশায়ে দিয়েছি তোমার মাটির সঙ্গে
বৃষ্টির কান্নায় ভিজে ভিজে কতদূর কতপথ হাঁটলাম;
তোমাকে বাঁধলাম আমার কণ্ঠহারের অলংকারে
বাহুর বাঁধনে তোমাকে জড়ালাম লতার মতো
রুমালের ভালোবাসা অমøান স্মৃতি লেখা মুছবে না কখনও
যতোই সঙ্গিন গর্জাক, ছিঁড়ে নিক হৃৎপিণ্ডের স্পন্দন
জীবনের সংকটে তোমাকে ভুলব না কখনোই
মায়ের দুধের মতো ঋণী আমি এ মাটির কাছে
এ মাটির সঙ্গে আমার যতো ভালোবাসা।