এ মাটি

এ মাটি আমাকে দিয়েছে জীবনের যতো গান,

বাতাসে রৌদ্রের ঝিলিমিলি প্রজাপতি হয়ে 
ফুটন্ত গোলাপের চোখে কতকিছু দেখলাম;
তোমার শরীর-মন, যা কিছু যৌবন সময়ের
দোলনায় কতো ঋতুর পরিক্রমণ।

এ মাটির কাছে এসে হাতে হাত রেখে বললামÑ
টেকনাফ থেকে তেঁতুলিয়া, পদ্মা-মেঘনার চরে
আমার শরীর মিশায়ে দিয়েছি তোমার মাটির সঙ্গে
বৃষ্টির কান্নায় ভিজে ভিজে কতদূর কতপথ হাঁটলাম; 
তোমাকে বাঁধলাম আমার কণ্ঠহারের অলংকারে
বাহুর বাঁধনে তোমাকে জড়ালাম লতার মতো
রুমালের ভালোবাসা অমøান স্মৃতি লেখা মুছবে না কখনও
যতোই সঙ্গিন গর্জাক, ছিঁড়ে নিক হৃৎপিণ্ডের স্পন্দন
জীবনের সংকটে তোমাকে ভুলব না কখনোই 
মায়ের দুধের মতো ঋণী আমি এ মাটির কাছে 
এ মাটির সঙ্গে আমার যতো ভালোবাসা।


নৈসর্গ, পাহাড় ও নদীর কবি
কবি ও কথাসাহিত্যিক আফিফ জাহাঙ্গীর আলির জন্মদিন পহেলা জানুয়ারি। ১৯৭৮
বিস্তারিত
এলোমেলো
মনে করো কেউ তোমাকে ডাকেনি,  অথচ তুমি শুনতে পাচ্ছো অতল
বিস্তারিত
বুড়ি চাঁদ
সুগন্ধি রোমাল হাতে         তুমি মেপে গেলে ষাঁড়ের
বিস্তারিত
প্রেমিক হতে পারি না আজকাল
প্রেমিকার উষ্ণ চুম্বনে কৃষ্ণগৌড় ঠোঁটে  ভেসে ওঠে শোষিত মানুষের রক্তের দাগ! 
বিস্তারিত
নোনাজলের ঢেউ
যাবতীয় আয়োজন শেষে কত ভেঙেছি  এ নদীতে নোনাজলের মিছিলের ঢেউ  শব্দবাণে
বিস্তারিত
পরমানন্দ মূল : জন ডান
শয্যার পরে রাখলে বালিশ দেখায় যেমন মাটির ঢিবি তেমনি একটি
বিস্তারিত